আন্তর্জাতিক এই মাত্র ব্রেকিং

ভারতকে ‘ডলারের বদলে ইউরো’ দিয়ে গ্যাস কিনতে বলল রাশিয়া

রাশিয়ার সর্ববৃহৎ গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান গ্যাজপ্রম লেনদেনের ক্ষেত্রে ডলারকে বাদ দিতে চাইছে।

আর এর অংশ হিসেবে ভারতের গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান গ্যাস অথরিটি অব ইন্ডিয়াকে (গেইল) রাশিয়ার গ্যাজপ্রম জানিয়েছে, ভারত যেন গ্যাসের অর্থ ডলারের বদলে ইউরো দিয়ে পরিশোধ করে। খবর রয়টার্স

গেইল ভারতের সর্ববৃহৎ সরকারি গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান।

সংবাদ সংস্থা রয়টার্স এ ব্যাপারে দুটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, গ্যাস অথরিটি অব ইন্ডিয়াকে রাশিয়ার গ্যাজপ্রম বলেছে গ্যাসের অর্থ ইউরোতে দেওয়ার জন্য।

রাশিয়ার ওপর কঠোর সব নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এসব নিষেধাজ্ঞার প্রতিক্রিয়াতেই ডলারের ওপর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে রাশিয়া।

ভারতের গ্যাস অথরিটি অব ইন্ডিয়ার সঙ্গে গ্যাজপ্রমের দীর্ঘদিনের চুক্তি রয়েছে। গ্যাজপ্রমের কাছ থেকে বছরে ২.৫ মিলিয়ন টন তরল প্রাকৃতিক গ্যাস কেনে ভারত।

গ্যাস অথরিটি অব ইন্ডিয়া বিদেশ থেকে গ্যাস আমদানি ও সরবরাহ করে এবং ভারতের গ্যাস পাইপ লাইনগুলোর দেখাশুনা করে।

রয়টার্স জানিয়েছে, গত সপ্তাহেই ভারতকে ডলারের বদলে ইউরোতে গ্যাস কেনার জন্য অনুরোধ জানিয়ে চিঠি পাঠায় গ্যাজপ্রম।

ভারতের একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, তারা বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করছেন।

ওই সূত্রটি আরও জানিয়েছে, যেহেতু ইউরোপের দেশগুলো ইউরো দিয়েই রাশিয়ার কাছ থেকে গ্যাস কেনে ফলে ভারতেরও ইউরো দিয়ে গ্যাস কিনতে কোনো সমস্যা নেই।

Related posts

অস্ট্রেলিয়া-চীনের মধ্যকার উত্তেজনা নিরসনে মধ্যস্থতার প্রস্তাব নিউজিল্যান্ডের

Mims 24 : Powered by information

মেক্সিকোতে দুই দিনে ৩ হাজারেরও বেশি অভিবাসী উদ্ধার

razzak

তীব্র হচ্ছে মধ্যপ্রাচ্যে ভারতীয় পণ্য বর্জনের ডাক

razzak

Leave a Comment

Translate »